গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় আয়োজিত এ বিজ্ঞান অলিম্পিয়াডের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি প্রফেসর ড. মোঃ মেজবাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক রিদওয়ানুল হাসান, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারি অধ্যাপক ড. মোছাঃ হালিমা খাতুন প্রমুখ।
প্রতিযোগিতায় গোপালগঞ্জ ও বাগেরহাটের ৩০টি স্কুল ও কলেজের ২০০ জন এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ২৩ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।