এম শিমুল খান, গোপালগঞ্জ :- গোপালগঞ্জে শহরে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যম প্রতিনিধিদের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-র প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করবে। প্রকল্প বাস্তবায়ন করবে গোপালগঞ্জ পৌরসভা।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু। মূল প্রবন্ধ উপাস্থাপন করেন প্রকল্পের যোগাযোগ সমন্বয়কারী ফরিদ আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্প সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ সরকার, প্রকল্পের সহ-সমন্বয়কারী আব্দুল্লাহ মাসুম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ, প্রকল্পের টাউন ম্যানেজার মাহবুবুল আলম প্রমূখ।
জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের প্রান্তি জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে টেকসই উন্নয়ন সাধিত হবে। প্রথম পর্যায়ে সারাদেশে ১২টি সিটি কর্পোরেশন ও ২০টি পৌরসভায় প্রকল্পের কার্যক্রম শুরু হয়।