
মোঃ ফয়সাল আহমেদ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্টার করে এই করোনার টিকা দেওয়া হবে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) গোপালগঞ্জে করোনার ভ্যাকসিন আসবে। এখন চলছে তালিকা তৈরির কাজ।
প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৬শ টি এ্যামপল আসবে। ৩৬ হাজার লোককে এই টিকা দেয়া যাবে। করোনার টিকা রাখার স্থানসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, প্রাথমিক পর্যায়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীদেরকে এবং পরে পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদেরকে এই টিকা দেয়া হবে।
Please follow and like us: