গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা গ্যাস সংযোগ বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে গ্যাসের দাবীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্ব মুহুর্তে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্যাস সংযোগ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক আরজ আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সদস্য মামুন মিয়া, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু ও সাধারণ সম্পাদক রাসেল কবির প্রমূখ।