
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেছেন বগুড়া রিজিয়নে সদ্য যোগদান করা পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।
শনিবার (২৯ মে) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম। এরপর পরিদর্শন প্যারেডের সশস্ত্র সালাম গ্রহণ করেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। বগুড়া রিজিওয়নে যোগদানের পর এটিই তার প্রথম হাইওয়ে থানা পরিদর্শন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সম্মুখযোদ্ধার ভূমিকায় দায়িত্ব পালন করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সেবা দিয়ে যাচ্ছে।
আগামীতে হাইওয়েকে আরো নিরাপদ করার ঘোষণা দেয়ার পাশাপাশি দুর্ঘটনা কমাতে চালক, হেলপারদের সাথে নিয়মিত আলোচনা অব্যাহত রাখার কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রতি গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিরাপদ সড়ক তৈরিতে সহায়তার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন।