গোলাপগঞ্জের ফুলবাড়ির ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ডাকাতির ঘটনায় মামলা হলে এখনো কাউকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
এজহার সূত্রে জানাযায়, গত ২০ সেপ্টেম্বর ভোর রাতে গোলাপগঞ্জের ফুলবাড়ী পূর্বপাড়ার মাসুম আহমেদের (৭০) বসতঘরে সশস্ত্র অবস্থায় হাফপ্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল হানা দেয়।
এসময় ৫ জন ডাকাত লম্বা দা ও কিরিচ দিয়ে জিম্মি করে মাসুম আহমদ ও তাহার স্ত্রীকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে নেয়। তারপর স্টীলের আলমিরা ভেঙ্গে ৪ ভরি ওজনের ১টি স্বর্ণের ব্রেসলেট, ৮টি স্বর্ণের কানের দুল, ২টি স্যামসং স্মার্টফোন ও নগদ ৩৩ হাজার টাকা লুটে নেয়। ডাকাতদল চলে যাওয়ার পর দাঁত দিয়ে গামছা খুলে তাহারা স্থানীয় মুসল্লিদের ডাকাতির ঘটনা জানায়। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে থানায় মামলার এজাহার দিলে পুলিশ মামলাটি এফআইআর করে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আবদুন নাসের জানান, উপজেলার ফুলবাড়ির পূর্বপাড়ায় ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত, মোবাইলসহ ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে।