গোলাপগঞ্জে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে সিলেট-৬ আসনের এমপি, শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করার জন্য নানা মুখি পদক্ষেপ গ্রহন করেছে। এরই লক্ষে দেশের রোগাক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান হচ্ছে। এসময় ৬০ জন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। তাদের মধ্যে চেক বিতরণ কালে তিনি আর বলেন অসুস্থ্য অসহায় ঐইসব মানুষ জন যাতে চিকিৎসা সেবা নিতে পারে এর জন্য এই অর্থ দেয়া হচ্ছে। তিনি বলেন বাংলাদেশে এখন আর অতি দরিদ্র রাষ্ট্র নয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ায় খাদ্যে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ন। শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষে বিনামূল্যে বই দেয়া হচ্ছে, সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়ে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কৃষি, যোগাযোগ, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে।
রোববার সকাল ১১ টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ নুরল হকের পরিচালনায় চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।