৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • গোলাপগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট




গোলাপগঞ্জে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৭ ২০২১, ২০:৩৪ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মো: গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফাজিলপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী।

এছাড়া এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াজদান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, আরজমন্দ আলী, ক্রীড়া সংগঠক শাকিল আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি সচিব মুস্তাফিজুর রব, ঢাকাদক্ষিণ ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন রাজু, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ। উদ্বোধনী খেলায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশ ফুটবল দল গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ফুটবল দলকে ১ গোলে পরাজিত করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET