
গোলাপগঞ্জে সাংবাদিকের উপর হামলা অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল আহত হন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মৃত তজমুল আলীর ছেলে নুরুজ্জামান জিলু মিয়ার পরিবারের সদস্যরা সাংবাদিক ফখরুল ইসলাম শাকিলকে বিভিন্ন সময় হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়েছেন। সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল গত ১ এপ্রিল ২১ রমজান ধারাবহর গুলবাগ জামে মসজিদে এতেকাফে ছিলেন। ঈদের দিন বাহির হয়ে ঘরে এসে দেখতে পান তার ঘরের পানির পাইপ, বিদ্যুৎ লাইন ও কারেন্টের চুইস কে বা কার কেটে নিয়েছে। তিনি ও তার পরিবারের বৃদ্ধ অসুস্থ মাকে নিয়ে ঈদের দিন থেকে কষ্টে জীবনযাপন করেন। এ কারণে তিনি পরের দিন ১২ এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেন। পরের দিন এসআই হান্নান সরজমিনে তদন্ত করেন। এই দিন আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটের সময় নুরুজ্জামান জিলু মিয়া সহ একদল লোক বাড়ির ভিতর দেশিয় অস্ত্র নিয়ে অংশীদারদের অবগত না করে জোড়পূর্বক ভূমির সীমানা চিহ্নিত করার সময় ফখরুল ইসলাম শাকিলের সাথে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা ফখরুল ইসলাম শাকিলের উপর হামলা কওে নীলাফুলা জখম ও চুরিকাঘাত করে । পরে স্থানীরা উদ্ধার করে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিনকে একাধিকবার মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।