১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে ৩ চোর জনতার হাত আটক

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২১, ১৯:১৮ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজার থেকে ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হলেন তিন ছাগল চুর। গত সোমবার (৭ জুন) দুপুরে কোনাচর বাজার থেকে আটক করে তাদের গোলাপগঞ্জ থানায় নিয়ে আসেন স্থানীয়রা।

এঘটনায় দক্ষিণ লক্ষিপাশা ইউনিয়নের মৃত আখলিছ আলীর ছেলে মুজিবুর রহমান (৪৫) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন, উপজেলার আমুড়া উত্তরপাড়া গ্রামের সাহেদ আহমদের ছেলে জহির আহমদ (২০),পশ্চিম আমুড়া ইউপির দক্ষিণপাড়া গ্রামের মৃত মছব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কটই (৩৫), নিজ আমুড়া এলাকার খোর্শেদ আলীর ছেলে তানহার আহমদ দিনার (২৫), ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ লক্ষীপাশা এলাকার মুজিবুর রহমানের বাড়ির আঙ্গিনা থেকে ২টি ছাগল চুরি করে নিয়ে যায় তারা। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পিছু নিয়ে গাড়িসহ তাদের ধরে ফেলেন। পরে ছাগল চুর তিনজনকে ধরে থানায় নিয়ে আসেন স্থানীয়রা।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় (মামলা নং-১২ দায়ের) করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET