আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:- গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনী তপশিল ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় সুরমা ডাইক রোডের ইমা সুপার মার্কেট প্রাঙ্গনে সাধারন সভায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আনুষ্ঠানিকভাবে তপশীল ঘোষনা করেন কমিটির সচিব ডাঃ মাওলানা মোহাম্মদ শামসুল হুদা।
পরিচালনা কমিটির সভাপতি জুবেদুর রহমান চৌধুরী (ফারুক মিয়া)’র সভাপতিত্বে ও উপদেষ্টা পরিষদ সদস্য মার্ভেলাস টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা নুরুল হুদার পবিত্র তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আব্দুল আজীজ (শুক্কুর মিয়া), আবুল কাহের সোয়া মিয়া, খায়রুল ইসলাম জাহাঙ্গীর, আমিনুর রশীদ মারুফ, হাজী টুনু মিয়া, সাজ্জাদ আলী, আব্দুল লতিফ সরকার, এনামুল ইসলাম কামাল।
এসময় পরিচালনা পর্ষদের সচিব ডাঃ মাওলানা মোহাম্মদ শামসুল হুদা বণিক সমিতির গঠনতন্ত্র পাঠ করে উপস্থিত সদস্যদের মতামত চাইলে তা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। তপশীল অনুযায়ী ১৬-১৭ জানুয়ারী মনোনয়নপত্র বিতরন, ১৮ জানুয়ারী মনোনয়নপত্র জমাদান, ২০ জানুয়ারী বাছাই, ২১ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ২২ জানুয়ারী প্রতীক বরাদ্ধ, ১০ ফেব্রুয়ারী নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে। বাজারের ১নং ওয়ার্ডের সুরমা ডাইক রোডের ইমা সুপার মার্কেটের নির্ধারীত অস্থায়ী ভোট কেন্দ্রে অতীতের ন্যায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তপশীল ঘোষনাকালীন সময়ে অ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বনিক সমিতির সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী টুনু মিয়া, ফারুক আহমদ, আলেকুজ্জামান আলেক, আব্দুল হান্নান, মতিউর রহমান আবু। এসময় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ নাসির উদ্দিন, বণিক সমিতির সহ সভাপতি ছয়ফুল হক কফ, সহ সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য হেলাল আহমদ হেলাই, নাজিম আহমদ, ব্যবসায়ী ছালেহ আহমদ, নজরুল ইসলাম, বুরহান আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল জব্বার, সৈয়দ আবু জাহেদ সিদ্দিকী, বিমল চৌধুরী, বিলাল আহমদ, আপ্তাব আলী, আব্দুর রহমান, আজাদুর রহমান শিপার, সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, হাসান আলী, দেলোয়ার হোসেন মাহমুদ, ইঞ্জিঃ মাহবুব আহমদ প্রমুখ।