
বরিশালের গৌরনদীতে অপহরনের ১৮ দিন হলেও এক আওয়ামীলীগ নেতার স্কুল পড়–য়া মেয়েকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় গত ২৭ জুন ওই আওয়ামীলীগ নেতা বাদী হয়ে ৭ জনকে আসামী করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতলেব মাতুব্বরের মেয়ে শারমিন আক্তার (১৬)’কে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই বিরক্ত করে আসছিল মেদাকুল গ্রামের দেলোয়ার ফকিরের পুত্র কিশোর গ্যাং লিডার জাহিদ ফকির (২০) ও তার সহযোগীরা। শারমিন বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। শারমিন বিষয়টি বাবাকে বললে তিনি (শারমিনের বাবা) সম্মানের কথা ভেবে জাহিদের মায়ের কাছে গোপনে বিষয়টি জানালেও জাহিদের মা এর কোন ব্যবস্থা নেয়নি। বরং এতে আরও ক্ষিপ্ত হয়ে গত ২২ জুন দুপুরে বাজারের উদ্দেশ্যে বের হওয়া শারমিনকে জাহিদ ও তার সহযোগিরা জোরপূর্বক আপহরণ করে নিয়ে যায়। এবং অপহরনের ১৮ দিন অতিবাহিত হলেও শারমিনের কোন হদিস পায়নি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই শাহাবউদ্দিন জানান, ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা আব্যাহত রয়েছে।