
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি:- অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি শনিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এ সময় প্রতিমন্ত্রী এমএ মান্নানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধানঅতিথি ছিলেন সংবর্ধিত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মমনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।