বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বপ্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের অংশগ্রহনে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া সংক্রান্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ জুন) দুপুরে গৌরনদী উপজেলা সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার নুরুল আলম, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ জলিল, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মন্নান মিয়াসহ অন্যান্যারা।
উল্লেখ্য আগামী ২১ জুন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Please follow and like us:










