বরিশালের গৌরনদীতে আজ বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষনের উদ্বোধনীতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সহকারী ভূমি কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,বীর মুক্তিযাদ্ধা মোঃ শামচুল হক খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, তথ্য ও প্রযুক্তি যোগাযোগ অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দীন, মিয়া, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, মানবাধিকার কর্মী আবদুছ ছালেক মামুন প্রমূখ।