গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার ২ নং বার্থী ইউনিয়নের ২১ নং কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রানী দাস।
২ দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ ফকির।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য,গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আঃ হালিম , আ’লীগ নেতা যথাক্রমে লুৎফর রহমান দ্বীপ, রাতুল শরীফ, মোঃ ছালাম সেরনিয়াবাদ, মোক্তার শিকদার, নুর মোহাম্মদ সরদার, রাসেল সরদার সংবাদ সপ্তাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল-আমিন, সাংবাদিক মিজান, দৈনিক বাংলাদেশ আমার নির্বাহী সম্পাদক ও দৈনিক দেশ জনপদ গৌরনদী প্রতিনিধি আতাউর রহমান (চঞ্চল), দৈনিক বাংলাদেশ আমার বার্তা সম্পাদক ও দৈনিক সাহসী বার্তা গৌরনদী প্রতিনিধি আরিফিন রিয়াদ, বিশিষ্ট যাদু শিল্পি মোঃ মহসিন। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য গিয়াস উদ্দিন হাওলাদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অহিদুল সেরনিয়াবাদ, ম্যানেজিং কমিটির সদস্য জহির কাজী, খলিল সরদার, জাহেদা বেগম, পারভিন বেগম, মরিয়ম বেগম বিশিষ্ট ব্যাবসায়ী হানিফ বেপারী, মোঃ আরিফ সরদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন সহ কাজী আকাশ, কাজী নাঈম, হৃদয় সরদার, মানিক শেখ, মাসুম সেরনিয়াবাদ, সবুজ সরদার, হাবুল মুন্সী, রতন শেখ প্রমুখ।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাব্বি হাওলাদারের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সংগীত ও নৃত্য পরিবেশন শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।