আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল):- বরিশালের গৌরনদীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষীর্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ বৃহস্পতিবার দুপুরে বিতরণ করা হয়েছে।
উপজেলার তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পরীক্ষীর্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে উপস্থিত অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুর আলী বেপারী, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ জুয়েল মিয়া। বক্তব্য রাখেন তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্যেশ্বর ভদ্র, সহ-কারী শিক্ষক জেসমিন বেগম, মরিয়ম আফরোজ প্লাবনী, সুরাইয়া আক্তার, রনি সাহা, সেলিনা পারভীন প্রমুখ। শেষে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন করা হয়।