গৌরনদী থেকে, আরিফিন রিয়াদ ॥
সম্প্রতিকালে বরিশালের গৌরনদীতে কলেজছাত্র ও ছাত্রলীগকর্মী সাকির গোমস্তা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ফাহিমকে গ্রেফতারের পর থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৫ জানুয়ারী ওসি মনিরুল ইসলাম প্রত্যাহার হওয়ার পর গৌরনদী মডেল থানার দায়িত্ব গ্রহন করেন ওই থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন।
নতুন ওসি হিসেবে যোগদানের পর থেকেই এস,এম আফজাল হোসেন গৌরনদী মডেল থানাকে তার জীবনে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করে গৌরনদীকে মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত ও অপরাধ করার ঘোষণা করেন। এবং অপরাধের সাথে জড়িত থাকা যেকোন অপরাধীদের সাথে কোন প্রকার আপোষ না করে আইনী হাতে দমন করার দিপ্ততা গ্রহন করেছেন তিনি।
আর এরই পরিপেক্ষিতে এই নতুন চৌকস অফিসার ইনচার্জ (ওসি) এস, এম আফজাল হোসেনের নেতৃত্বে গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত (২৬ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী) এই ১০ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকা অভিযোগের ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ বাহিনী।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামী ৬ জন, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি ৩ জন, এবং মাদক ব্যাবসায়ী ও সেবনকারী ৬ জন সহ অজ্ঞান/মলম পার্টির সদস্য ২ জন।
এছাড়াও রয়েছে গোসলের ছবি গোপনে ভিডিও করে ফেসবুকে দেয়ার অপরাধে পর্ণগ্রাফী মামলার দুই বখাটে, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী যুবদল নেতা মনির হাওলাদার ও গত রোববার রাতের ৬০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী।
তাছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর নীলখোলা ব্রীজের কাছ থেকে ঢাকাগামী মেঘনা পরিবহন থেকে ২০ মন জাটকা উদ্ধার করে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে সোপর্দ করেন নতুন ওসি আফজাল হোসেন।
ওসি আফজাল হোসেনের এই দক্ষ কর্মকান্ডে স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।