খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও মাসুমা আক্তারকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ ফরহাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মাসুমা আক্তার।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রকৌশলী মাহাবুবুর রহমান, চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, শরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পিআইও কবির হোসেন মিয়া প্রমূখ।
শেষে ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পৃথক পৃথক ভাবে বিদায়ী ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা দেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনও মাসুমা আক্তারকে গৌরনদী উপজেলা থেকে উজিরপুর উপজেলায় সম্প্রতি বদলির আদেশ দিয়েছেন।