বেসরকারি উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর উদ্যোগে ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) গৌরীঘোনা ইউনিয়ন কমিটি পূনর্গঠনে এক মতবিনিময় সভা ১০ জুন বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য লিপিকা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস ও সাংগঠনিক সম্পাদক সুনীল দাস। পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম প্রকল্প ও পরিত্রাণ সম্পর্কে ধারনাপত্র উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা তাদের মতামতের ভিত্তিতে মিলন দাসকে সভাপতি, তপন দাসকে সম্পাদক ও আরোতি দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গৌরীঘোনা ইউনিয়ন দলিত পরিষদের কমিটি গঠন করা হয়।