রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে :- কুড়িগ্রামে গ্রেফতার আতঙ্কে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে। ২৪ ঘন্টায় বিএনপি-জামায়াতের ১২৩জন নেতাকর্মীকে গ্রেফতার করায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮ ফেব্রুয়ারির রায়কে কেন্দ্র করে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় জেলা পর্যায়ের এবং ওয়ার্ড পর্যায়ে নেতাদের নির্বিচারে গ্রেফতার করায় ঘর ছাড়া এখন কুড়িগ্রামের বিএনপি-জামায়াতের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।
জেলা পুলিশ সুপারের কন্ট্রোল রুম সুত্র জানায়, ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের ১২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোন ধরনের বিশৃংখলা ও নাশকতা এড়ানোর জন্য এবং জনজীবনে শান্তি বজায় রাখাসহ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।