
দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই একটি ট্রাক রেলক্রসিং এর লাইনের উপর উঠে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকের একজন নিহত হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে শহরের ঘোড়াঘাট রেলগুমটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রেলক্রসিংয়ের গেটম্যান ঘুমিয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাত ১টার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর উক্ত রেলক্রসিং অতিক্রম করছিল। সে সময় রেলক্রসিংয়ের গেটম্যান আবদুর রহমান ঘুমিয়ে ছিলেন। একই সময়ে দ্রুতগামী একতা এক্সপ্রেস ট্রেনটি চলে এলে সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে পাথরবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৮৯০৬) দুমড়েমুচড়ে রেললাইনের পশ্চিম দিকে ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের একজন মারা যান। পরে স্থানীয় লোকজন আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে ওই রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান পলাতক রয়েছে। ট্রাকের দুজনের মধ্যে একজন হলেন পঞ্চগড়ের তেতুলিয়া থানার ভোজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে মাহাবুুব হোসেন এবং অপরজন একই গ্রামের আশরাফুলের ছেলে আরিফুল ইসলাম। তবে মারা যাওয়া ব্যাক্তি মাহাবুব নাকি আরিফুল এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: