
রবিবার (১২ মার্চ) ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দৌলতপুর শেখজী পাড়া পেশকার বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ টি বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। খবর পেয়ে বিকেলে আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে কথা বলেন এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক মজনু, জাসদ নেত্রী রোকেয়া সুলতানা আনজু প্রমুখ।