
সংবাদ বিজ্ঞপ্তি:-
বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “কল্যাণ” এর উদ্যোগে সেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা চট্রগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে বুধবার(১৪জুন) অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পরিচালক ইন্জিনিয়ার আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক এম.আতিক উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ফুলকলি’র জিএম এম.এ.সবুর। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ এস.এম ফরিদ উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সিনিয়র সাব-এডিটর সাংবাদিক খুরশেদুল আলম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার রেজা মোজাম্মেল,সাংবাদিক পার্থ বড়ুয়া,চারণকবি কেএম নুরুল ইসলাম হোলাইনী,শিক্ষাবিদ শহিদুল্লাহ ফারুকী । অতিথিবৃদ্ধ বক্তব্য সেচ্ছায় রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি , সেচ্ছায় রক্তদাতা বাড়াতে ডোনার বান্ধব রক্ত পরিসঞ্চালন কেন্দ্র প্রতিষ্টা , রক্তদানের সময় ডোনারের রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানান ॥ অনুষ্টানে দুইজন সাদা মনের মানুষ সাংবাদিক খুরশেদুল আলম ও শাহ্ আলম,কল্যাণের সদস্য ডাঃদিদারুল আলম সদ্য এম বি বি এস ডিগ্রী অর্জন করায় এবং ১০০জন স্বেচ্ছায় রক্তদাতা ও ১৪টি রক্ত যোগানদাতা সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।এতে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন,সংগঠক মুহাম্মদ ফরিদুল হক,মুহাম্মদ ইরফান উদ্দিন, কল্যাণ এর সদস্য নাছির উদ্দিন চৌধুরী, মহসিন আরফাত,আব্দুল্লাহ আল মুমিন,এইচ এম নজরুল ইসলাম,মোঃ ইমাম হোসেন, তারেকুল ইসলাম তানিম,ইউনুস খান রোবেল, মোঃ জাবেদ,তাইজুল ইসলাম,আব্দুল্লাহ আল নোমান, মোঃ আমজাদ, সালমান রহমান এবং মোঃ মোরশেদুল আলম প্রমুখ।
Please follow and like us: