চলনবিল
রিদয় ইসলাম
যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি
বিশালতা দেখে মনে হয় সাগর
পানির ঢেউ দেখে মনে হয় যেন নদী
আসোলে সাগর ও নয় নদী ও নয়
এটি বিল।
বিলের বুকে বিশাল জলরাশি
নৌকায় বসে ঝিরিঝিরি হাওয়ায়
উদাসী হয় মন।
সুর্যা অস্তের দৃশ্য দেখে
জুরায় পর্যটকের মন।
শীতে তাহার এক রঙ হলুদে যায় ছেয়ে
গ্রীষ্মে আবার সবুজে যায় ভরে
বর্ষায় যেদিকে চাই শুধু পানি আর পানি
দূর হতে গ্রাম গুলো মনে হয় যেন
বিলের বুকে এক খন্ড দীপ।
এটাই চলনবিল
Please follow and like us: