
আবদুল মোতালেবঃ নোয়াখালির চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের একটি ডোবা থেকে শুক্রবার দুপুরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শিবরামপুর গ্রামের অজি উল্যাহ ডাক্তারের পুরাতন বাড়ির মো.শাহজাহানের মেয়ে।
স্থানীয়রা জানায়, জেসমিন মানসিক রোগী হওয়ায় শশুর বাড়ির লোকজন তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন থেকে সে বাবার বাড়িতে থাকত। গত মঙ্গলবার বিকেলে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ডোবার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসিম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেসমিন মানসিক রোগী ছিল। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।