নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর চারঘাট উপজেলায় ৫ম শ্রেণীর শিশু ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চারঘাট প্রেসক্লাবের সামনে চৌরাস্তা মোড়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প,এসিডি উদ্যোগে ধর্ষককারী আরিফের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র/ছাত্রী ও জনসাধারন অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা,এসিডি উপজেলা প্রোগ্রাম অফিসার নাহিদ সুলতানা বর্ষা,শিক্ষক ইমরান আলী,এমএ হাদী কলেজ প্রভাষক সুজন সরকার,চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু,কলেজ ছাত্রী জোনাকি রায়,এসিডি টিম শারমিন আক্তার, মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য,গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম হুজারপাড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে পাশের বাড়ি আরিফের দোকানে জিনিস কিনতে যায়। আরিফ এ সময় তাকে একা পেয়ে ফুঁসলিয়ে দোকানের অদূরে আমতলা নিয়ে গিয়ে জোর পুর্বক তাকে গণধর্ষন করে। এব্যাপারে মেয়েটির বাবা নিরুপায় হয়ে গত বুধবার সকালে চারঘাট মডেল থানায় শিশু ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।