নাজিম হাসান রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর চারঘাটে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পাবনা জেলার ইশ্বরদী এলাকার পিয়ারুল হকের ছেলে রুবেল আহম্মেদ (২৪) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের সবুজ আলীর স্ত্রী সাবানা বেগম(৩২)। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রায়পুর এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার বাদী হয়ে একটি মামলা করেছেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) এসআই শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক উৎপল কুমারের নেতৃত্বে একটি দল রায়পুর এলাকার সবুজ আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ পালিয়ে যেতে সক্ষম হলেও বাড়ীর মধ্যে থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ সবুজের স্ত্রী সাবানা ও ইশ্বরদীর রুবেলকে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।