
পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল শারীরিক অসুস্থতা জনিত কারনে চিকিৎসা সেবা নিতে শনিবার (২৭ মে) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ীর আঙ্গিনায় রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ও কাস্টমস কর্মকর্তা রাজ্জাকুল হায়দার চৌধুরী আলমগীর সহ স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

রফিকুল হায়দার চৌধুরী জুয়েল জানান, দীর্ঘদিন শারীরিক অসুস্থতা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছি। সিঙ্গাপুর সফরে ১৫ দিন থাকার কথা রয়েছে বলে জানান তিনি।
শারীরিক সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন জুয়েল চৌধুরী।