৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চিকিৎসায় সহায়তায় বাঁচতে চান আলী হোসেন মনা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০১৮, ১৭:৫৬ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোট প্রতিনিধি-
জন্মলগ্ন থেকে মল দ্বার না থাকায় মল ত্যাগের সমস্যায় অসুস্থ অবস্থায় দিন
কাটাতে হচ্ছে আলী হোসেন মনাকে (১৭)। গত ১৭বছর যাবত আলী হোসেন
মনা মলদ্বার না থাকায় পেটের এক পাশে ছিদ্র করে নল দিয়ে মল ত্যাগ করেন।
আলী হোসেন মনাকে নল নিয়ে চলাফেরা করতে হয়। তাঁর প্রশ্রাব করতেও কষ্ট
হয়। সে সোজা হয়ে হাঁটতে পারে না। তাকে দুর্বিসহ জীবন কাটাতে
হচ্ছে। আলী হোসেন মনা কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া
ইউনিয়নের পোশাই গ্রামের হতদরিদ্র রিক্সাচালক আবদুর রহমানের ছেলে।
জন্মের পর মল দ্বার না থাকায় চট্রগ্রামের মা ও শিশু হাসপাতালে আলী
হোসেনকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসক তার পেটের এক পাশে ছিদ্র
করে নল লাগিয়ে মল ত্যাগের ব্যবস্থা করে দেন। গত ১৭বছর নল দিয়ে মলত্যাগ
করছেন। আলী হোসেন গত ৮জানুয়ারী থেকে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ তপন সাহার অধীনে চিকিৎসাধীন
রয়েছেন। তার স্থায়ীভাবে মল ত্যাগের জন্য অপারেশন প্রয়োজন। এতে তার প্রায়
আড়াই লক্ষ টাকা প্রয়োজন। দরিদ্র রিক্সাচালক আবদুর রহমানের পক্ষে ছেলের
চিকিৎসায় এত টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আবদুর রহমান
সমাজের বিত্তবানদের নিকট আলী হোসেনের চিকিৎসার সহযোগিতায়
হাত বাড়ানোর আহবান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ
হক সাহেব, সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৮৭৪১৮৫০, অগ্রণী ব্যাংক,

হাসানপুর শাখা, ঢালুয়া, নাঙ্গলকোট, কুমিল্লা। মোবাইল নম্বর-০১৮১২-
৮৪৪০৮২।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET