
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:- বাগেরহাটের চিতলমারী উপজেলার বাওয়ালী পাড়ায় বজ্রপাতে হরিদাস বৈরাগীর ছেলে সঞ্জয় বৈরাগী (৩৫)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার(০২মে) বিকালে সঞ্জয় জমিতে ধান আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জয় চিতলমারী বাজারে সোনালী মৎস্য আড়তে দিনমজুর হিসাবে কাজ করতো। তার জমিতে ধান পাকলে দুদিন আগে কাটে।বুধবার ধান আনতে যাওয়ায় বজ্রপাতে তার মৃত্যু হয়।পরিবারের মধ্যে দুই ভাই এর মধ্যে ছোট সঞ্জয়। মৃত্যু কালে তিনি স্ত্রী পুত্র ও এক মেয়ে রেখে গেছেন।সঞ্জয় বৈরাগীর এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us: