
বাগেরহাটের চিতলমারী শেরেবাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ ইমরান মিরাজকে একই কলেজের সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ছাত্রদলের ঘোষিত একই কমিটির ৭ নং যুগ্ম আহবায়ক মোঃ শাওন শেখ উক্ত কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক। বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ ও সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ গত ৪/০১/২১ তারিখ চিতলমারী শেরেবাংলা ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।
স্থানীয় ছাত্রদল সূত্রে জানা গেছে, শেরেবাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ ইমরান মিরাজ ও মোঃ শাওন শেখ ইতিপূর্বে কখনো ছাত্রদলের কোন কর্মকান্ডে জড়িত ছিল না। অবৈধভাবে ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতাদের ম্যানেজ করে কলেজ কমিটির উক্ত পদ দুটি বাগিয়ে নেয়। সুযোগ সন্ধানীরা কলেজ ছাত্রদলের রাজনীতিকে নিষ্ক্রিয় করার কৌশল অবলম্বন করেছে।
বিষয়টি নিয়ে চিতলমারীর রাজনীতিতে বিরুপ প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে। রাজনীতিতে চিতলমারী ছাত্রদলের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বললেও আজ পর্যন্ত কেউ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন নাই মর্মে জানাগেছে। ছাত্রদলের ঘোষিত কমিটির সদস্যদের পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছে।
Please follow and like us: