
চুকনগরে গণহত্যা স্মরণে বধ্যভূমি সংলগ্ন একটি অত্যাধুনিক বিদ্যাপীঠ স্থাপনে সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোল্যা আমীর হোসেন। রবিবার দুপুর ১২টার দিকে চুকনগর ডিগ্রী কলেজ সভাকক্ষ্যে গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউনের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, অধ্যাপক ডঃ সাইদুর রহমান, অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক হাফিজ মাহামুদ, অধ্যাপক সাধণা কর্মকার, রেবেকা খানম, কামাল হোসেন, এসএম আব্দুল মজিদ, কবি ইব্রাহিম রেজা প্রমুখ। এসময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চুকনগর গণহত্যা স্মৃতি ইনষ্টিটিউট নামে একটি আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠ স্থাপনে গুরুত্ব আরোপ করেন। সভায় ২০টি স্কুল কলেজের প্রধান ও শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।