
চুকনগরে ব্যবসায়ীর কাছ থেকে বাকীতে ধান ক্রয় করে টাকা না দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তিনি ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাক্ষর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের রাধাপদ মন্ডলের পুত্র অমল মন্ডল(৬২) প্রাপ্ত অভিযোগে বলেন, ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের নুর আলী সরদারের পুত্র রেজাউল সরদার (৫২) তার নিকট হতে ৭৮হাজার ৮শ টাকার ধান বাকীতে ক্রয় করে। কিন্তু বিবাদী অদ্যবধি তার ধান বিক্রয়ের টাকা পরিশোধ না করে নানা তালবাহানা শুরু করে। এমতাবস্থায় গত ২০/০৫/২০২১ইং তারিখ সকাল অনুমান ১০টার সময় বাদী ডুমুরিয়া উপজেলাধীন
আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামের মুন্তাজ শেখের অটো রাইচ মিলে গিয়ে বিবাদীর কাছে তার পাওনা টাকা চাইলে টাকা দিবে না এই মর্মে তাকে ও তার পরিবারের সদস্যদের জীবননাশ ও বিভিন্ন ধরণের ক্ষয় ক্ষতির হুমকী দেয়। নিরুপায় হয়ে তিনি ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বরাক্ষর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে অমল মন্ডল বলেন, আমার অভিযোগের ভিত্তিতে ০৮/০৬/২০২১ইং তারিখ বিকালে উভয় পক্ষকে থানা পুলিশ ডেকেছিল। কিন্তু বিবাদী থানায় হাজির হয়নি। এব্যাপারে রেজাউল সরদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।