খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ১৯৯০ সাল থেকে ২০২৩ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের সমম্বয়ে গত শনিবার এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল ইনডোর গেম, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৫ আসনের সংদ সদস্য ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু ও নবজাতক বিভাগের প্রধান বর্তমানে বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আবিদ হোসেন মোল্যা, বে-সরকারী সংস্থা উত্তরনের পরিচালক শেখ শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নৌ পুলিশের প্রধান আব্দুল আলীম মাহমুদ (বিপিএম)।
ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের রেডিয়েশন অনকোলজি ক্যান্সার সেন্টারের বিভাগীয় প্রধান লেঃ কর্নেল ডাঃ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ দেবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম নুর আলী, নির্মল চন্দ্র দেবনাথ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল হক, সাবেক সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, তরুন কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সরদার শরিফুল ইসলাম, আটলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়, মুহম্মদ শামীম কিবরিয়া, ডাঃ রাজিব সরদার, ডঃ মহাদেব কুমার দাস, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, আব্দুল আলীম তুহিন, শামীম আহম্মেদ বাপ্পী, মাহাবুবুর রহমান, কামরুজ্জামান জগলু, আসলাম হুসাইন, জাকির হোসেন মিল্টন, সুমন ব্রহ্ম, ইব্রাহিম হোসেন, আলী আজগর অনন্ত, ইকবাল হোসেন সালাম, দিপ্তিমান বাপ্পী, ফিরোজ হোসেন, শেখ জাহিদুজ্জামান প্রমুখ।
Please follow and like us: