খুলনার চুকনগর প্রেসক্লাবের প্রচার সম্পাদক গাজী শামীম হোসেন মিঠুর মা মোমেনা হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি – – – – -রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর, তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যা নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঢাকার একটি বে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে মৃত্যুবরন করেন তিনি।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন চুকনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি শংকর ঘোষ, কোষাধ্যক্ষ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরদার, যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ হোসেন, কবি ইব্রাহিম রেজা, প্রভাষক আব্দুর রাজ্জাক, সুমন ব্রহ্ম, ইব্রাহিম হোসেন প্রমুখ।