চেীদ্দগ্রাম প্রতিনিধি-
চতুর্থ দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ মে অনুষ্ঠিতব্য কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছে পিতা ও পুত্র। এনিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন(আনারস), তার ছেলে স্বতন্ত্র প্রার্থী নেয়াজ শরীফ(টেবিল ফ্যান), আ’লীগের কাজী জাফর আহম্মদ(নৌকা), বিএনপির আশরাফুল ইসলাম ইমরান(ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মীর হোসেন(মোটর সাইকেল) কে প্রতীক দেয়। প্রতীক পাওয়ার পর থেকেই বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন তার আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কিন্তু পুত্র নেয়াজ শরীফকে কোথাও গণসংযোগ করতে দেখা যায়নি। তবে নির্বাচনে পিতা-পুত্র প্রার্থী হওয়ায় নিজেরাই নিজেদের বিরোধীতা করছে বলে ধারণা ভোটারদের। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের দিন কেন্দ্রে এজেন্ট বাড়াতেই বর্তমান চেয়ারম্যান ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন তার পুত্র নেয়াজ শরীফকেও প্রার্থী করে। কেন্দ্রে নিজের সমর্থক বাড়াতেই এ কৌশল নেন তিনি।