
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান নিলয় আছিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নিলয় ফাউন্ডেশন’ মেধাবৃত্তি ২০১৮ তে নুসরাত জাহান শোভা প্রথম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে অষ্টম স্থান অর্জন করে। সে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদেরের মেয়ে ও একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তাঁর মা মোসাঃ তাছলিমা আক্তার একজন গৃহিণী।
উল্লেখ্য যে, নুসরাত জাহান শোভা সম্প্রতি তাঁর নিজ বিদ্যালয়ের বার্ষিক ফলাফলেও তৃতীয় স্থান অধিকার করে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তাঁর বাবা-মা মেয়ের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।