চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; ঘোলপাশা ইউনিয়নের উজানমুড়ি গ্রামের মৃত ওসমান মিয়ার পুত্র ইউনিয়ন জামায়াত সভাপতি প্রফেসর আবদুল কাদের, কোমাল্লা গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের পুত্র জামায়াত কর্মী মুজিবুল হক, জগন্নাথদীঘি ইউনিয়নের কাককরা গ্রামের কামাল উদ্দিনের পুত্র দাউদুল ইসলাম, উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের হাজী আনা মিয়ার পুত্র উপজেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিল ও পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের মৃত আবদুর রউপের পুত্র ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্সি জসিম উদ্দিন। তাদেরকে গত বছরের অক্টোবর মাসে মিয়াবাজার এলাকার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই শরীফ হোসেন, আটককৃত পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।