
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে শতাধিক ইফতার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে ভাজনকরা কারন দীঘির পাড় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক হাজী মনির আহাম্মদের সভাপতিত্বে, সংগঠনের কোষাধ্যক্ষ ও উপকমিটির প্রধান ইব্রাহিম ভূঁইয়া সবুজ (স্যার) এর পরিচালনায় ও ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিবারের প্রধান উপদেষ্টা কাজী আরিফুল হাসান আরিফের দিক-নির্দেশনায় এ সময় উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী ও সাবেক সভাপতি এম ওসমান গনি, ওমানে প্রবাসী সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজজমান নয়ন। সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী মির্জা মহিউদ্দিনে বাবর ও সেক্রেটারী সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের সমন্বয়ে প্রবাসী ও বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় ইফতার সামগ্রীর আয়োজন করা হয়। পরে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী উপহার পৌঁছে দেন। ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, করোনা মহামারীর সময় গরীব ও অসহায় দুস্থ পরিবারের কল্যাণে ২০২০ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত করা হয়। গরীব ও অসহায় মানুষের কল্যাণের জন্য এ সংগঠনের দিন রাত কাজ করে যাচ্ছে এবং সারাজীবন কাজ করে যাবো। ইনশাআল্লাহ।
Please follow and like us: