চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, এডভোকেট শহীদ উল্লাহ ভূঁইয়া, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রুপম সেন, হুমায়ুন কবির, মজিবুর রহমান বাবলু ও গোলাম মোর্শেদ প্রমুখ।