চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের শতাধিক
মেধাবী সন্তানের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার
বিকেলে ব্যাংক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভূঁইয়া। ব্যাংকের চৌদ্দগ্রাম
শাখা প্রধান ও এসএভিপি মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন,
বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহম্মদ ভূঁইয়া, ব্যাংকের ম্যানেজার
অপারেশন একেএম মাহবুব উল্লাহ। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার
মোহাম্মদ ইমরান হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের গ্রাহক,
শুভানুধ্যায়ী ও স্কুল ও মাদরাসায় পড়–য়া মেধাবী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।