কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইদ্রিস মিয়াজী, কাজী আবু তাহের মাসুম, ডাঃ আবদুল জলিল পাটোয়ারী, ফরিদ উদ্দিন, কামাল উদ্দিন খন্দকার, লোকমান হোসেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।