কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা নূরীয়া রশীদিয়া কওমী মাদরাসা ও এতিমখানার নবগঠিত পরিচালনা কমিটির উদ্যোগে মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে চাঁন্দকরা নূরীয়া রশীদিয়া কওমী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মাদরাসা সংলগ্ন মসজিদে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এনায়েত উল্লাহ্, চাঁন্দকরা পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তাজুল ইসলাম। পরে মাদরাসার প্রতিষ্ঠাতা, তাবলীগ জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাবেক আমীর মরহুম আব্দুর রশিদ ভূঁইয়াসহ চাঁন্দকরা গ্রামের সকল কবরবাসী মুসলমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদেরর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁন্দকরা নূরীয়া রশীদিয়া কওমী মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, সহ-সাধারণ সম্পাদক ফোরকান আলী, ক্যাশিয়ার শামসুল হক ভূঁইয়া, সহকারী ক্যাশিয়ার আবুল হাশেম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন খোকন, এমরান হোসেন বাপ্পি, মোশারফ হোসেন, সাংবাদিক এমদাদ উল্লাহ, আনিসুর রহমান, কাজী সেলিম, মুহা. ফখরুদ্দীন ইমন, দুবাই প্রবাসী আবুল কালাম আজাদ রাসেল, সৌদিআরব প্রবাসী আনোয়ার হোসেন সবুজ, ডা. শাহিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ সুমন, মোহাম্মদ হোসেন নয়নসহ স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।