চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে পুলিশের লাঠিচার্জে অন্তত ৪০ কর্মী আহত হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদলের কয়েকজন কর্মী হলো; উজিরপুরের আবু হেনা রনি, খালেদ সাইফুল্লাহ, শরিফুল আলম, আবদুল্লাহ হাসান, শরিফ, মাহফুজ, শান্ত, মুজাহিদ, আলামিন, নেয়ামত, মাহবুব হোসেন, রিয়াদ, শাকিল, বাতিসার নাজমুল হুদা শাওন, রাজন, ইব্রাহিম, রিজন, আসিফ, ওসমান, শাকিল, ইমন, হেলাল, রাব্বি, আবুল হাশেম, চৌদ্দগ্রাম পৌরসভার অনিক, কনকাপৈতের আখতারুজ্জামান, সাইফুল, বাবু, সোহাগ, কালিকাপুরের শান্ত, মাহমুদ উল্যাহ, রায়হান, সবুজ, সাগর, সাইফুল, রাব্বি, শ্রীপুরের বাবু। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদাসহ বিএনপির নেতৃবৃন্দ। জানা গেছে, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়েরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার সকালে চৌদ্দগ্রাম বাজারে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী বের করে। এসময় পুলিশ লাঠিচার্জ করলে ৪০ কর্মী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে নেতাকর্মীরা চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। সমাবেশে ছাত্রদল নেতা আবুল হাসনাত মোঃ জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল নেতা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এয়াছিন পাটোয়ারী। উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শামীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর হোসেন বলাই, খোরশেদ কবির শিপন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদ, মোঃ হাসান, সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন, পৌর যুবদল সাধারন সম্পাদক আকতার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকদল সেক্রেটারী এছাক ব্যাপারী, যুবদল নেতা এম এ খায়ের মজুমদার, উপজেলা ছাত্রদলের সহ- সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক শাহনেওয়াজ মজুমদার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।