কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী নাহিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে বাতিসা ইউনিয়নের বসন্তপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মোঃ নাহিদ। বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নাছির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা যুবসংহতির সভাপতি কাজী শহীদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও শ্রমিক নেতা নুর হোসেন নুরু, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ওবায়েদুল হক পাটোয়ারী, আবদুল বারী ফটিক, এয়াকুব হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আমিন, জামাল উদ্দিন খোকন, মোঃ ভুট্টু মিয়া, শহিদুল ইসলাম, মোস্তফা জামাল ভূঁইয়া, হুমায়ন হোসেন মন্টু, ধন মিয়া, বাচ্চু মেম্বার, এয়াকুব হোসেন, আনোয়ারুল আজম, দিদারুল আলম, আবদুল করিম ভূঁইয়া, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফারুক ফরায়েজী প্রমুখ।