চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড.এস এম মনিরুজ্জামান বিপিএম, পিপিএম
বলেন, আদালতের বিষয়টা কেউ যদি রাস্তায় এনে যদি বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চান- তাদের ছাড় দেয়া হবে না। অতিতে রাজাকার-আলবদরা মহাসড়কে অনেক তান্ডব চালিয়েছিল। জনগণের সহযোগিতায় আমরা সেটা রুখতে সক্ষম হয়েছি। আমরা বীরের জাতি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিআইজি আরও বলেন, মহাসড়কের প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড় করানো সম্ভব নয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে, তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারন মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, যুবলীগ নেতা এএসএম শাহীন মজুমদার, কামরুল আলম মোল্লা প্রমুখ। উপজেলা আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, নিস্কৃতি, মাহমুদা, সহকারী পুলিশ সুপার আকলিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল, যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, কাজী বাবুল, মফিজুর রহমান, ইউনুছ, সাইফুল ইসলাম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরআগে ডিআইজি ড. এস এম মনিরুজ্জামানকে ফুল দিয়ে অভিনন্দন জানান পৌর মেয়র মিজানুর রহমানসহ আ’লীগের নেতৃবৃন্দ।