চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে কাঠ বাগানে যাওয়ায় তিন শিশুকে
অমানুষিক নির্যাতন করায় আবুল কাশেম আর্মি নামের এক
বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি
উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ডাক্তার
আবদুল মতিনের পুত্র। তিন শিশুকে নির্যাতনের ঘটনায় এলাকায়
তোলপাড় চলছে।
চৌদ্দগ্রাম থানায় পন্নারা গ্রামের মনির হোসেনের স্ত্রী
সেতেরা বেগমের দায়েরকৃত অভিযোগে জানা গেছে, আবুল
কাশেম আর্মি(৫৫) তার প্রতিবেশি। শুক্রবার সকালে খেলার উদ্দেশ্যে
আবুল কাশেমের কাঠ বাগানে যায় সেতেরা বেগমের মেয়ে
সুরাইয়া আক্তার(৯), ভাগিনা শাহাদাত হোসেন(৮) ও মোঃ
শাহীন(১১)। তারা শাকতলা আজিজিয়া হাফেজিয়া মাদরাসার
নুরানী বিভাগের শিক্ষার্থী। বাগানে শিশুরা মুড়ি-চানাচুর
খাওয়ার সময় হঠাৎ করে আবুল কাশেম আর্মি তাদেরকে দেখে
গালমন্দ করে। এছাড়া তিনি বেতের লাঠি দিয়ে পিটিয়ে তিন
শিশুকে মারাত্মকভাবে জখম শেষে হত্যার উদ্দেশ্যে মাটিতে আছড়ে
মারে। শিশুরা কান্নাকাটি শুরু করলে আবুল কাশেম আর্মি হুমকি
দিয়ে বলেন-ভবিষ্যতে আর বাগানে দেখলে প্রাণে মেরে ফেলা হবে।
অবস্থা বুঝতে পেরে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার
শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল কাশেম আর্মি ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, তিন শিশু বাগানে গাছ নষ্ট করার কারনে সামান্য মারধর
করেছি। বর্তমানে তারা ভালো আছে। একটি কুচক্রি মহল তাঁর
সুনাম ক্ষুন্ন করতে উঠেপড়ে লেগেছে বলেও দাবি করেছেন তিনি।