১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী পরিবারের নারী-শিশুসহ আহত ৫ মূল্যবান মালামাল লুটপাট ও প্রাণনাশের হুমকি




চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী পরিবারের নারী-শিশুসহ আহত ৫ মূল্যবান মালামাল লুটপাট ও প্রাণনাশের হুমকি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৪, ১৬:৪৬ | 696 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারী ও নবজাতক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা ঘরে থাকা নগদ ৪ লক্ষ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় খাটরা গ্রামের মৃত মোঃ আবদুল মন্নানের ছেলে মোঃ জসিম উদ্দিন, তার স্ত্রী নাহিদা আক্তার, মৃত রঙ্গু মিয়ার ছেলে আবুল হাশেম, আবদুল হাই ও মতিউর রহমানসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ(নং-১০৪৭) দায়ের করেছেন ভুক্তভোগী সুলতানা আক্তার। এদিকে ভুক্তভোগী সুলতানার স্বামী সদ্য সৌদি ফেরত প্রবাসী মোহাম্মদ আলমগীর বুধবার গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে প্রার্থী হলেও এসব ঘটনায় মানসিক চাপে নির্বাচন বর্জন করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে খাটরা গ্রামের জসিম উদ্দিনের রান্না ঘরে মুরগির ময়লাযুক্ত খাঁছা ও গরুর খাবারের বস্তা রাখার কারণে গন্ধে পাশের মোহাম্মদ আলমগীরের রান্নায় সমস্যা হয়। ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে আলমগীরের পুরো পরিবার। প্রায় সময় রান্না করার সময় জসিম উদ্দিন ও তার স্ত্রী নাহিদা আক্তার পাশ^বর্তী আলমগীরের স্ত্রী সুলতানা আক্তারকে গালমন্দসহ হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ মার্চ শুক্রবার রাত সাড়ে এগারটায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জসিম উদ্দিন ও তার স্ত্রী নাহিদা আক্তার আলমগীর ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এ সময় আলমগীর গালমন্দ করতে নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে জসিম উদ্দিনের নেতৃত্বে বিবাদীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আলমগীরের থাকার ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। বিবাদীদের হামলায় মোহাম্মদ আলমগীর, তার স্ত্রী সুলতানা আক্তার, মেয়ে স্নেহা সুলতানা, ছেলে কাজী জোবায়ের আলম আরমান ও নবজাতক মেয়ে ফারহানা সুলতানা আহত হয়। এ সময় বিবাদীরা ঘরে থাকা ১টি ল্যাপটপ, ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লক্ষ টাকা, জায়গার দলিলপত্রাদি ও মূল্যবান সার্টিফিকেট ও কাগজপত্রাদি লুটে নিয়ে যায়। এক পর্যায়ে আহতদের শোর চিৎকারে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে বিবাদীগণ তাদেরকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্বাক্ষীদের উপস্থিতিতে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET