তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে প্রায় দুই হাজার পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র উদ্যোগে ও পৌর মৎসজীবীদলের আয়োজনে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরনের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার। পৌর মৎসজীবীদলের আহবায়ক মোঃ মাসুদ রানা সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, সদস্য কাজী সামছু, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, সদস্য মোঃ শহীদ, পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি আবদুর রহিম, ৪নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুছ, মৎস্যজীবীদলের যুগ্ম আহবায়ক কাজী মোঃ নাছির, সদস্য মোঃ শাওন, সুমন, আবির প্রমুখ।